হোম > সারা দেশ > খুলনা

বটিয়াঘাটায় টিসিবির পণ্যসহ আটক ৩, ইউপি সদস্য দুষলেন চেয়ারম্যানকে

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় ২৪টি টিসিবি কার্ডের পণ্য আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কল্যাণশ্রী এলাকার ভ্যানচালক জাকির শেখ ও সুকদাড়া এলাকার সেলিম শেখের মুদি দোকানের বাদল শেখ ও ডালিম শেখ।

গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ও সুরখালী ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এসব পণ্য কল্যাণশ্রী এলাকার মুদি দোকানির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় জনতা গায়ের হাট নামক স্থান থেকে ভ্যানচালককে মালামালসহ আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪টি টিসিবির কার্ডের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে তেল ৪৮ কেজি ও চাল ১২০ কেজি।

ইউপি সদস্য রবেন্দ্রনাথ রায় বলেন, ‘টিসিবি কার্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে চেয়ারম্যান পাঠাতে বলেছেন, তাই পাঠিয়েছি। বিস্তারিত তিনি বলতে পারবেন।’

সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা বেগম বলেন, টিসিবির পণ্যে ডিলার প্রায়ই এ রকম কম দেন। আর চেয়ারম্যানের নামে প্রতিবার পণ্য দেওয়ার সময় ১৪-১৫টা কার্ডের পণ্য ওঠানো হয়। এগুলো কেন হয় জানতে চাইলে তিনি বলেন, ৯টি ওয়ার্ডের অভিভাবক চেয়ারম্যান, তাই হয়তো তিনি এই সুযোগটা নেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু বলেন, ‘এসব ব্যাপারে আমি কিছু জানি না। কী হইছে বা কী হয়নি ডিলারই ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হচ্ছে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে