হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে জামায়াত কর্মী নিহতের ঘটনায় ১০ বছর পর মামলা 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কাশেমপুরে জামায়াত কর্মী শহিদুল ইসলাম বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় প্রায় ১০ বছর পর সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ মুজিবর রহমানসহ ৩২ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে আজ বুধবার এই মামলা করেন নিহতের ভাই ইমাদুল হক।

মামলা হওয়ার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী আকবার হোসেন। তিনি জানান, আদালত মামলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে অন্যতম হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তালা-কলারোয়ার সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাবেক সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি এনামুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আসামিরা কালো মাইক্রোবাসে এসে শহিদুল ইসলামকে শহর উপকণ্ঠের কাশেমপুর গ্রাম থেকে তুলে নিয়ে যান। পরে তাঁকে গুলি করে হত্যা করে যশোর শহর উপকণ্ঠের পিকনিক কর্নারের সামনে মরদেহ রেখে বন্দুকযুদ্ধে নিহতের নাটক সাজানো হয়।

শহিদুল ইসলামের ভাই ইমাদুল হক বলেন, ‘আমার ভাই জামায়াতের কর্মী ছিলেন। তিনি দলটির বিভিন্ন কর্মসূচিতে যেতেন। তাঁকে বন্দুকযুদ্ধে হত্যার নাটক সাজানো হয়।’

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’