হোম > সারা দেশ > খুলনা

মিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিষ পানে হত্যাচেষ্টায় স্বামী গ্রেপ্তার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে (২০) ঘাস মারা কীটনাশক খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী হৃদয় আলীকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর পরিবার হৃদয় আলীর বিরুদ্ধে মামলা করে। হৃদয় আলী উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগোনিয়া গ্রামের শরীফের ছেলে। 

ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ মাস আগে ভুক্তভোগীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হৃদয়ের। গত মাসের ২৭ তারিখ সন্ধ্যায় হৃদয় আলী শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সকালে স্ত্রীর হাতে একটি ফিজআপের বোতল ধরিয়ে বলেন এই ওষুধটি খেলে পেটের বাচ্চা সুস্থ থাকবে। তারপর তিনি চলে যান। পরদিন ২৮ নভেম্বর হৃদয় দুপুরে ফোন করে স্ত্রীর কাছে জানতে চান ওষুধটি খেয়েছে কি না। এরপর স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুপুরে ফিজআপের বোতলের থাকা পানি পান করেন স্ত্রী। পান করার সঙ্গে সঙ্গে তিনি বমি শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মিরপুর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হৃদয় আলীকে খবর দিলে তিনি হাসপাতালে এসে ঘাস মারা বিষের কথা স্বীকার করেন। এরপর থেকে পলাতক রয়েছিলেন তিনি। 

ঘটনার বিষয়ে সাহানাজ খাতুনের পিতা সাহেব আলী বলেন, ‘আমার মেয়ের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় নিয়ে স্বামীর সঙ্গে সব সময় মনোমালিন্য চলতে থাকে। বর্তমানে আমার মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে।’ 

এ ব্যাপারে মিরপুর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ‘গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর বাবা থানায় এসে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আসামি হৃদয়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বিষয়টি আমরা যাচাইবাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’ 

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি