হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ) 

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) এবং একই উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (৩৫)। 

প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মহিদুল ইসলাম মারা যান। এ সময় আহত দুজনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাসলিমা বেগম নামের এক নারী মারা যান। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটি জব্দ করে। 

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, দুর্ঘটনার পর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি