হোম > সারা দেশ > কুষ্টিয়া

মিরপুরে গরু হত্যায় জড়িত আপন ভাই গ্রেপ্তার

বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় আপন ভাইয়ের দুটি ষাঁড়কে বিষের ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে আনোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে মিরপুর থানা-পুলিশ। পারিবারিক কলহের জের ধরেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় সন্দেহের বাইরে থাকতে নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ জমা দিয়েছিলেন তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার বিবরণ দিয়ে আজকের পত্রিকাকে জানান, ১৫ জুলাই গভীর রাতে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের ওজের ফকিরের ছেলে রফি ফকিরের দুটি ষাঁড় গরু গোয়ালে মারা যায়। ভুক্তভোগীর আপন বড় ভাই আনোয়ার হোসেন রাতের আঁধারে পোকামাকড় মারার গ্যাস ট্যাবলেট খড়ের সঙ্গে মিশিয়ে দেন। এর বিষক্রিয়াতেই ষাঁড় দুটি মারা যায়।

নিজের এমন অপকর্ম ঢাকতে আনোয়ার নিজে বাদী হয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। বিষয়টি তদন্ত করতে মিরপুর থানার চিথলিয়া ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই মফিজকে দায়িত্ব দেওয়া হয়। রহস্য উদ্ঘাটন করে গতকাল শুক্রবার আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ওসি গোলাম মোস্তফা বলেন, লক্ষ্মীধরদীয়া গ্রামের মিজান মোড়ের এক কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে ১৪ জুলাই বিকেলে ২৯টি গ্যাস ট্যাবলেট ১১০ টাকায় কেনেন আনোয়ার। এর মধ্য থেকে চারটি ট্যাবলেট খড়ের মধ্যে মিশিয়ে দেন। এতে ষাঁড় গরু দুটি মারা যায়। রাগের মাথায় এ ঘটনা ঘটালেও এখন আনোয়ার অনুতপ্ত ও লজ্জিত। এ বিষয়ে মিরপুর থানায় একটি মামলা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার