হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ধানবোঝাই গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে আল আমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আল আমিন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর পূর্ব পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে। 

এলাকাবাসী জানান, শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল শিশু আল আমিন। এ সময় একই ইউনিয়নের হাবিবপুর গ্রামের ডুবো আলী এলাকার খড়ের মাঠ থেকে গরুর গাড়িতে ধানবোঝাই করে বাড়ি ফিরছিলেন। এ সময় গরুর গাড়ির চাকার নিচে পড়ে যায় আল আমিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই সে মারা যায়। আল আমিনের বুকের হাড় ভেঙে গেছে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’ 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘সদর হাসপাতালে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে ঘটনা শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ