হোম > সারা দেশ > খুলনা

আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে: কাদের

খুলনা প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জানুয়ারিতে ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিজয়ী হব ইনশা আল্লাহ। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কালো অপশক্তিকে সাহস নিয়ে রুখে দিতে রাস্তায় দাঁড়াতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে।’ 

আজ সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। 

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর মানুষ অনেক কিছু পেয়েছে। শুধু দু-একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা আসলে সবকিছু হবে।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘খেলা হবে, খেলা হবে সুন্দরবনে। খেলা হবে ফরিদপুরে, খেলা হবে সারা দেশে। কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে, এখন সেমিফাইনাল খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন?’ 

এদিকে বেলা ২টার পরে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমান আশপাশের বিভিন্ন জেলা, উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ। সকাল থেকেই স্লোগানে মুখরিত ছিল খুলনা মহানগরীর রাজপথ। প্রধানমন্ত্রীর আগমনে খুলনা যেন একটি মিছিলের নগরী হয়ে উঠেছে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা