হোম > সারা দেশ > নড়াইল

চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর আরিফা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের পর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফা নড়াইল পৌরসভা এলাকার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে। সে স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১টার দিকে পৌরসভার হাটবাড়িয়া গ্রামের জয়নালের মেয়ে আরিফা ও সুজন মোল্লার মেয়ে লামিয়া চিত্রা নদীতে গোসল করতে এস এম সুলতান সেতুর নিচে নামে। এ সময় আরিফা নদীতে ডুবে যায়।

নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তখন মেয়েটির কোনো সন্ধান মেলেনি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফার মরদেহ শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজসংলগ্ন বাঁধাঘাট এলাকার চিত্রা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের পর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা