হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি 

রফিকুল মোল্যা। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে হত্যা মামলার আসামি রফিকুল মোল্যার (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুর মোল্যার ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ইটভাটার মালিক রিকাইল শেখ ও আফতাব মোল্লার সঙ্গে প্রতিপক্ষ মিলন মোল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধ চলে আসছিল।

গত ১১ এপ্রিল সন্ধ্যায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রিকাইল শেখ ও আফতাব মোল্যা পক্ষের ফরিদ মোল্যা (৫৭) খুন হন। এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের হয়। এ হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি ছিলেন রফিকুল মোল্যা। নিহতের স্ত্রী ওযুফা বেগম (৩২) জানান, তাঁর স্বামীকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন হত্যা করেছে।

রিকাইলের স্ত্রী সালমা খানম জানান, প্রতিপক্ষের হুমকি-ধমকিতে গত শনিবার (২৬ এপ্রিল) রাতে গোপনে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন আমার স্বামী। সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার স্বামীকে ফাঁসাতে প্রতিপক্ষ গ্রুপের রফিকুলকে তাঁর নিজের দলীয় লোকজন ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে আমাদের বাড়ির পেছনে ফেলে রেখে গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তিনি জোর দাবি জানান।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক