হোম > সারা দেশ > খুলনা

খুবিতে পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

খুবি প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটির সময়সীমা বাড়ানোর দাবিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফেসবুক পেজ ‘টু ওয়ান’ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। কিন্তু ক্লাস বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ৫ অক্টোবর রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা।

শিক্ষার্থীরা বলছেন, দুর্গাপূজা এখনো শেষ হয়নি এবং ৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপূজা রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর হাসান শাহরিয়ার বলেন, ‘৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করি ছুটি বাড়ানোর জন্য। কিন্তু তারা আমাদের সঙ্গে অসহযোগিতা করেছে এবং বারবার ফোন দেওয়া সত্ত্বেও সাড়া দেয়নি। রেজিস্ট্রার স্যার শুধু বলেছেন, তাঁরা ইউজিসি থেকে বন্ধের কোনো চিঠি পাননি।’

আরেক শিক্ষার্থী মুসান্না চৌধুরী বলেন, ‘আমাদের তরফ থেকে স্যারদের সঙ্গে গতকাল (শুক্রবার) রাত থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে; কিন্তু স্যারদের পক্ষ থেকে কোনো রেসপন্স পাইনি। তাঁদের ফোন দেওয়া হয়েছে; কিন্তু ধরেননি।

এ বিষয়ে তাপস দাস নামের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, ‘যেহেতু দুর্গাপূজার সঙ্গেই লক্ষ্মীপূজার সম্পর্ক রয়েছে, সেহেতু প্রশাসন আর দু-এক দিন বাড়াতে পারত। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করেও আমরা সাড়া পাইনি।’

শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ফোন দিয়ে দেখা করার কথা জানিয়েছিল; কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই সরাসরি দেখা করা সম্ভব হয়নি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

মো. নাজমুস সাদাত আরও নিশ্চিত করেন, ‘প্রশাসন ইউজিসির চিঠি অনুযায়ী ৯ তারিখ পর্যন্ত সব পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। কোনো সিটি বা অ্যাসাইনমেন্টও হবে না। আমি এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি। তবে ক্লাস বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমি জানাতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ইউজিসি থেকে কোনো নোটিশ পাইনি। আমরা মন্ত্রণালয়ের বাইরে কোনো কথা বলতে পারি না। তবে শিক্ষার্থীরা অনুরোধ করেছে পরীক্ষা বন্ধ রাখার, আমি আশ্বস্ত করেছি। তাঁরা আমাকে ক্লাস বন্ধের কথা জানায়নি।’

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে