হোম > সারা দেশ > খুলনা

পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন হাবিবুরের, পরীক্ষা দিলেন ইবিতে 

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত এই পরীক্ষায় সব প্রতিবন্ধকতা পেরিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়েছেন কৃষক বাবার সন্তান হাবিবুর রহমান। 

জানা যায়, হাবিবুর আজ সোমবার ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার আব্দুস সালাম ও হেলেনা খাতুন দম্পতির সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। জন্ম থেকেই দুটি হাত নেই। খাওয়া-দাওয়া ও পড়ালেখাসহ অন্যান্য হাতের কাজ পা দিয়েই করতে হয় তাকে। 

স্বপ্ন পূরণে হাবিবুর সকল প্রতিবন্ধকতাকে জয় করে ভর্তি যুদ্ধে অংশ নিয়েছেন। ভবিষ্যতে হতে চান বড় আলেম। ২০২০ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং ২০২৩ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। 

সংগ্রামী জীবনের বিষয়ে হাবিবুর বলেন, ‘আলিম পরীক্ষা শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি। পরিবার অনুপ্রেরণা দিয়েছে, তাই আজ এত দূর আসতে পেরেছি। ভবিষ্যতে বড় আলেম হতে চাই। নানা প্রতিবন্ধকতা সামনে এলেও এগিয়ে গিয়েছি। ইচ্ছে শক্তির মাধ্যমে সবকিছু জয় করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়।’ 

এদিকে ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের তিনটি বিভাগ (আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি