দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট ২ ও ৪ সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন চার প্রার্থী। আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিলের শুনানি শেষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
তারা হলেন, বাগেরহাট-২ আসনে জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন। আর বাগেরহাট–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইন।
এর আগে গত ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে ওই দুই সংসদীয় আসনে ছয়জনের প্রার্থিতা বাতিল করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জেনেছি তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন।’ তবে, অফিশিয়ালভাবে এখনো জানানো হয়নি বলে জানান তিনি।