হোম > সারা দেশ > খুলনা

কর্মবিরতি প্রত্যাহারে বেনাপোল বন্দরে বাণিজ্য সচল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমসের সমঝোতা বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে পুনরায় এ পথে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। 

জানা যায়, ভারতীয় ট্রাকে বৈধ পণ্যের সঙ্গে হাজার বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণে সিগারেট ও আমদানি নিষিদ্ধ পণ্য চোরাচালানের সহযোগিতার অভিযোগ এনে দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল ও এক কর্মচারীর নামে মামলা দায়ের করে কাস্টমস। এতে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ এনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করেছিল সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা। 

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিনভর কাস্টমসের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হয়। পরে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ভারতে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বৈধ পথে মাদক চোরাচালান বন্ধে সকলে সহযোগিতায় একমত হয়েছেন। কাস্টমস কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, আগামিতে ভারতীয় কোনো ট্রাকে অবৈধ পণ্য প্রবেশ করলে চালকের বিরুদ্ধে মামলা করা হবে। পণ্য আমদানির ক্ষেত্রেও কাস্টমস তদারকি বাড়াবেন। যাতে পণ্যবাহী ট্রাকের কেউ অবৈধ পণ্য ওঠানো-নামানো করতে না পারেন। 

এ ছাড়া লাইসেন্স বাতিল ও মামলার বিষয়ে নতুন করে তদন্ত করা হবে। যাতে কোনো ব্যবসায়ী হয়রানির শিকার না হন। এমন ফলপ্রসূ আলোচনায় কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে বাণিজ্য শুরু হয়েছে। 

বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি ব্যবসায়ীদের মাধ্যমে জেনেছি। দুই দিন বাণিজ্য বন্ধে বিপুল পরিমাণ পণ্য বন্দরে আটকা পড়েছিল। এখন বাণিজ্য শুরু হয়েছে। পণ্যবাহী ট্রাক যাতে দ্রুত খালাস হয় সে বিষয়ে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক