১৭ বছর পর যশোরের ঝিকরগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, শাহিন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, শেখ রাসেল, আজম মোহাম্মদ ড্যানি ও ইকরামুল করিম সৈকত।
ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের মাধ্যমে উপজেলার সব শাখা কমিটি গঠন সম্পন্ন হলো। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অবদান রাখবেন বলে আশা রাখি। ঘোষিত কমিটি তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।’