হোম > সারা দেশ > খুলনা

খুলনার পাইকগাছা

লবণপানি তোলা নিয়ে এলাকাবাসী ও চিংড়িচাষিরা মুখোমুখি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে বেড়িবাঁধ কেটে জমিতে লবণ পানি প্রবেশ করানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে বেড়িবাঁধ কেটে জমিতে লবণপানি প্রবেশ করানো নিয়ে এলাকার মানুষ ও চিংড়িঘেরের মালিকেরা মুখোমুখি অবস্থানে আছেন। তাঁরা পাল্টাপাল্টি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন।

এলাকাবাসী বলছেন, চাঁদখালীতে শত শত বিঘা জমিতে ধান চাষের পাশাপাশি মিঠাপানির মাছ চাষ হয়। কিন্তু কতিপয় প্রভাবশালী ব্যক্তি জমিতে লবণপানি তুলে চিংড়ি চাষ করতে চান। গতকাল বুধবার লবণপানিতে চিংড়িচাষের পক্ষের লোকজন এই চাষের সুফল তুলে ধরে মানববন্ধন করেছেন।

অন্যদিকে মিঠাপানিতে মাছ ও ধান চাষের পক্ষের মানুষ আজ বৃহস্পতিবার মানববন্ধন করে জানান, তাঁরা জান দেবেন কিন্তু জমিতে লবণপানি তুলতে দেবেন না। তাঁরা জানান, শাহাপাড়া স্লুইসগেটের সামনে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ কেটে পাইপ ঢুকিয়ে লবণপানি তোলার পরিকল্পনা করা হচ্ছে। তাহলে শত শত বিঘা জমির বোরো ও আমন ধান, মিঠাপানির মাছ এবং গাছপালা মারা যাবে। তাতে করে কৃষকের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে।

অন্যদিকে চিংড়িঘেরের মালিকেরা বলছেন, শাহাপাড়া স্লুইসগেট দিয়ে পানি তুলে প্রায় ৬ হাজার বিঘা জমিতে লবণপানির চিংড়ি চাষ হয়। কপোতাক্ষ নদ খনন করে গেটের সামনে মাটি রাখা হয়। পানি নিষ্কাশনের জন্য ওই মাটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরানো হয়েছে। অল্প কিছু ধানের জমির অজুহাতে তাঁদের প্রায় ৬ হাজার বিঘা জমির চিংড়ি চাষের ক্ষতি করা হচ্ছে। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

এ বিষয় চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ সরদার জানান, এখানে লবণপানি তুলে মাছ চাষ করলে গাছপালা, ধান ও মিঠাপানির মাছ মরে লাখ লাখ টাকার ক্ষতি হবে।

স্লুইসগেটের মাটি সরানোর ব্যাপারে জানতে চাইলে পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী রাজু হাওলাদার বলেন, শাহাপাড়া গেটটি উন্মুক্ত ছিল। কপোতাক্ষ নদ খননের ফলে গেটের মুখে মাটি ফেলা হয়। সেই মাটি অপসারণ করা হচ্ছে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে