হোম > সারা দেশ > খুলনা

খুলনার পাইকগাছা

লবণপানি তোলা নিয়ে এলাকাবাসী ও চিংড়িচাষিরা মুখোমুখি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে বেড়িবাঁধ কেটে জমিতে লবণ পানি প্রবেশ করানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে বেড়িবাঁধ কেটে জমিতে লবণপানি প্রবেশ করানো নিয়ে এলাকার মানুষ ও চিংড়িঘেরের মালিকেরা মুখোমুখি অবস্থানে আছেন। তাঁরা পাল্টাপাল্টি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন।

এলাকাবাসী বলছেন, চাঁদখালীতে শত শত বিঘা জমিতে ধান চাষের পাশাপাশি মিঠাপানির মাছ চাষ হয়। কিন্তু কতিপয় প্রভাবশালী ব্যক্তি জমিতে লবণপানি তুলে চিংড়ি চাষ করতে চান। গতকাল বুধবার লবণপানিতে চিংড়িচাষের পক্ষের লোকজন এই চাষের সুফল তুলে ধরে মানববন্ধন করেছেন।

অন্যদিকে মিঠাপানিতে মাছ ও ধান চাষের পক্ষের মানুষ আজ বৃহস্পতিবার মানববন্ধন করে জানান, তাঁরা জান দেবেন কিন্তু জমিতে লবণপানি তুলতে দেবেন না। তাঁরা জানান, শাহাপাড়া স্লুইসগেটের সামনে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ কেটে পাইপ ঢুকিয়ে লবণপানি তোলার পরিকল্পনা করা হচ্ছে। তাহলে শত শত বিঘা জমির বোরো ও আমন ধান, মিঠাপানির মাছ এবং গাছপালা মারা যাবে। তাতে করে কৃষকের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে।

অন্যদিকে চিংড়িঘেরের মালিকেরা বলছেন, শাহাপাড়া স্লুইসগেট দিয়ে পানি তুলে প্রায় ৬ হাজার বিঘা জমিতে লবণপানির চিংড়ি চাষ হয়। কপোতাক্ষ নদ খনন করে গেটের সামনে মাটি রাখা হয়। পানি নিষ্কাশনের জন্য ওই মাটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরানো হয়েছে। অল্প কিছু ধানের জমির অজুহাতে তাঁদের প্রায় ৬ হাজার বিঘা জমির চিংড়ি চাষের ক্ষতি করা হচ্ছে। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

এ বিষয় চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ সরদার জানান, এখানে লবণপানি তুলে মাছ চাষ করলে গাছপালা, ধান ও মিঠাপানির মাছ মরে লাখ লাখ টাকার ক্ষতি হবে।

স্লুইসগেটের মাটি সরানোর ব্যাপারে জানতে চাইলে পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী রাজু হাওলাদার বলেন, শাহাপাড়া গেটটি উন্মুক্ত ছিল। কপোতাক্ষ নদ খননের ফলে গেটের মুখে মাটি ফেলা হয়। সেই মাটি অপসারণ করা হচ্ছে।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি