হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবি উপাচার্যের নামে হোয়াটসঅ্যাপে ফেইক আইডি খুলে টাকা চাওয়ার অভিযোগ

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নামে ফেইক হোয়াটসঅ্যাপ আইডি থেকে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর একটি ফেইক আইডি ব্যবহার করে অর্থ চাওয়া হচ্ছে। এই ফেইক আইডি ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিমূলক মেসেজ দেওয়া হচ্ছে। উপাচার্যের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে, এটি একটি ফেইক আইডি। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

উপাচার্যের ফেইক হোয়াটসঅ্যাপ আইডির কথোপকথনে দেখা যায়, নিজে জরুরি প্রয়োজনে আর্থিক সাহায্যের কথা বলছেন এক ব্যক্তিকে। ওই বিজ্ঞপ্তিতে দুটি স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে।  

স্ক্রিনশটে উল্লেখিত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য