ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বের করা মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে’, ‘ঢাবি জাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়’, ‘ভিসি নিয়ে নয়-ছয়, আর নয় আর নয়’, ‘ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই’, ‘সেশনজটের কবর চাই, সংস্কারমনা ভিসি চাই’সহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘প্রায় সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে, অথচ আমাদের এখানে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। এটা মানা যায় না। তাই দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে সচল করার উদ্যোগ নিতে হবে।’