হোম > সারা দেশ > যশোর

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

বেনাপোল (যশোর) ও শেরপুর প্রতিনিধি

যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা আছে। 

আজ বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা কর্মী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার হন তিনি। 

চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানা ও রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ঘটনায় অন্তত পাঁচটি হত্যা মামলা রয়েছে। তিনি দুই দফায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। 

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার। 

ওসি বলেন, আওয়ামী লীগ নেতাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে শেরপুর থানায় সোপর্দ করা হবে। 

শেরপুর পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম সন্ধ্যায় জানান, চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মামলা আছে। এজন্য তাঁকে নিয়ে আসতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত