হরিণ শিকারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে খুলনার কয়রা এলাকার শিবসা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খুলনা রেঞ্জের বন সংরক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোসলেম মাঝি (৪৭) ও শফিকুল ঢালী (৩৮) নামের দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন শিবসা নদীতে অভিযান চালায় বন বিভাগ। খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এই অভিযানটির নেতৃত্ব দেন। এদিকে হরিণ শিকারিরা বিষয়টি বুঝতে পেরে হরিণের মাংস নদীতে ফেলে দেন। এ সময় বন বিভাগ তাদের নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের মাংস মাপার মিটার ও রক্তসহ বিভিন্ন আলামত উদ্ধার করে। এ সময় একজন পালিয়ে যায়। তবে দুজনকে গ্রেপ্তার করেন তাঁরা।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ভিত্তিতে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।