হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

­ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছায় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশাদুল হক আশা (৪০) নামের একজন বিএনপি কর্মী গুরুতর আহত হন। কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল শনিবার বিকেলে উপজেলার ছুটিপুর বাজারের জামতলা মোড়ে এই সংঘর্ষের এ ঘটনা ঘটে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আশাদুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তিনি মারা যান।

আশাদুল হক বালিয়া গ্রামের মৃত আতাউল হকের ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই মহিদুল ইসলামকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় নিহতের বোন নাসিমা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহারনামীয় ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন ওলিয়ার, সাহাঙ্গীর, রাকিব, জনাব আলী, আরব আলী ও আহমেদ আলী। তাঁদের বাড়ি ছুটিপুর, কাগমারী, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় বাড়ি বিক্রি করে আশাদুল হক আশা বিদেশে পাড়ি জমিয়েছিলেন। গত ৫ এপ্রিল তিনি ওমান থেকে এলাকায় ফেরেন। শনিবার বিকেলে জামতলা মোড় স্থানীয় বিএনপির কার্যালয় থেকে নেতা-কর্মীদের নিয়ে বাজারে মহড়া দেন আশা ও তাঁর ভাই মহিদুল। এ সময় বিপ্লব নামের একজনের নেতৃত্বে বিএনপির অপর একটি পক্ষ তাঁদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী মহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম বলেন, ‘ছুটিপুর বাজারে জামতলা মোড়ে আমার বাবা ও চাচাকে মোহন, নসু, বিপ্লব, সাদ্দামসহ পাঁচজন মিলে কুপিয়ে আহত করেন। পরে অভিযুক্তরা তাঁদের ভ্যানের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে পাঠান।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামতলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিএনপির দুই পক্ষের উত্তেজনা চলছে। এ ঘটনার জের ধরেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, বাজার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির পরিবার একটি মামলা করেছে। পুলিশ এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত