হোম > সারা দেশ > খুলনা

ক্লাস বন্ধ রেখে বিদ্যালয় মাঠে ষাঁড়ের লড়াই

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার কুশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ষাঁড়ের লড়াই। ছবি: আজকের পত্রিকা

খুলনায় ক্লাস বন্ধ রেখে বিদ্যালয় মাঠে ষাঁড়ের লড়াই আয়োজন করা হয়েছে। তেরখাদা উপজেলার কুশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আয়োজন চলে। এ দিন বিদ্যালয়ে শিক্ষকেরা উপস্থিত থাকলেও হাজির হয়নি কোনো শিক্ষার্থী।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মাঠে ষাঁড়ের লড়াইয়ের ফলে ছেলেমেয়েদের নিরাপত্তাজনিত কারণে স্কুল ছুটি দিয়েছি। লড়াইয়ের আয়োজনের বিষয়ে একাডেমিক সুপারভাইজারকে জানিয়েছিলাম।’

জানতে চাইলে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা বলেন, ‘বিদ্যালয়ে কোনো কিছু করতে হলে লিখিতভাবে জানিয়ে অনুমতি নিতে হয়। স্কুল বন্ধ করে মাঠে ষাঁড়ের লড়াইয়ের কোনো অনুমতি আমি দিইনি।’

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনার অ্যাডহক কমিটির সভাপতি শরিফ নাইমুল হক জানান, প্রধান শিক্ষক তাঁকে বলেছেন, স্থানীয় লোকজন মাঠে ষাঁড়ের লড়াই আয়োজনের অনুমতি নেওয়ার জন্য তাঁর কাছে এসেছিলেন। কিন্তু তিনি বিদ্যালয়ে ছিলেন না। পরে স্থানীয় লোকজন লড়াইয়ের আয়োজন করায় ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য বিদ্যালয় বন্ধ রাখা হয় বলে সভাপতিকে জানানো হয়।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ‘স্কুল বন্ধ রেখে মাঠে ষাঁড়ের লড়াই বসানো বেআইনি। বিষয়টি নিয়ে বসেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’