হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা কারাগার। ছবি: সংগৃহীত

বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।

শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।

বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।

এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার