টানা ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা যায়, আজ ভোরে কালবৈশাখী ঝড় আলমডাঙ্গা উপজেলায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালায়। এ সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার হালসা রেলপথের মাঝামাঝি স্থানে রেললাইনের ওপর বেশ কিছু গাছ ভেঙে পড়ে। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রেললাইনের ওপরে ভেঙে পড়া গাছ অপসারণ করা হলে ৫ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়ে যায়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ১১টার দিকে রেললাইনের ওপরে ভেঙে পড়া গাছ অপসারণ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।