হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

জয়পুরহাট প্রতিনিধি

আজ বুধবার দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়ার পরপরই আদালত চত্বর থেকে জেলা বিএনপির নেতা–কর্মীরা জয়পুরহাট শহরে একটি আনন্দ মিছিল বের করেন। ছবি: সংগৃহীত

জয়পুরহাট আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দিনদুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মামলার রায় ঘোষণার পরপরই আদালত চত্বর থেকে জেলা বিএনপির নেতা–কর্মীরা জয়পুরহাট শহরে একটি আনন্দ মিছিল বের করেন।

মামলার নথি ও সংক্ষিপ্ত বিবরণ এবং পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে লন্ডনে বিএনপি আয়োজিত একটি সেমিনারে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে একই বছরে ১৭ ডিসেম্বর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলায় এক কোটি টাকার সম্মানহানির দাবি জানান বাদী। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে জয়পুরহাট সদর থানায় ২০১৫ সালের ২৮ মে বৃহস্পতিবার বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দাখিল করা ওই মামলাটি রেকর্ড করা হয়। পরে মামলাটি তদন্ত করেন তৎকালীন এসআই মোখলেছুর রহমান। এরপর তিনি ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।

এ মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন পাবলিক প্রসিকিউটর (পিপি), এ টি এম মুজাহিদুল আলম মুনা এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন নাজমুল ইসলাম জনি।

জয়পুরহাট আদালতের পিপি শাহানুর রহমান শাহিন জানান, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আনীত মামলার কোনো ভিত্তি ছিল না। আদালতের ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের হস্তক্ষেপ ছিল। ফলে ন্যায়বিচার থেকে তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছিল। আজ আদালত মামলাটি পর্যালোচনা করেন। পর্যালোচনায় দেখা যায়, যে তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছিল, মামলার তদন্তকারী কর্মকর্তা সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাই বিজ্ঞ আদালত এ মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন।

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর