হোম > সারা দেশ > জয়পুরহাট

নিখোঁজের ৩ দিন পর বাঁশঝাড়ে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি

ব্যবসায়ী নুর আলমের লাশ দেখতে এলাকাবাসী ভিড় করে। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে নিখোঁজের দুদিন পর বাঁশঝাড়ে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের একটি কবরস্থান থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

নিহত নুর আলম (২৩) জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের এবন মণ্ডলের ছেলে। তিনি জেলার মঙ্গলবারি বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে নুর আলম নিজ বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু করেন।

এরই মধ্যে আজ বুধবার দুপুরে বুজরুক গ্রামের কবরস্থানের বাঁশঝাড়ে শুকনো পাতা ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের ঝুলন্ত লাশ দেখতে পান এক বৃদ্ধা নারী। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী