হোম > সারা দেশ > জয়পুরহাট

নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

আজ দুপুরে নীলসাগর আন্তনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ ৭৬৫ নীলসাগর আন্তনগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দুই ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় সান্তাহার রেলজংশন থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেন আবারও সান্তাহারে টেনে নেওয়ার পরে বেলা ৩টা ৩৫ মিনিট থেকে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়।

আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার জাফরপুর রেলস্টেশনসংলগ্ন হলহেলিয়া রেলসেতুর পূর্ব পাশের মোড়ে ইঞ্জিন বিকল হয়ে ওই ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্কেলপুর রেলস্টেশনের কার্যালয় সূত্রে জানা গেছে, নীলসাগর আন্তনগর ট্রেনের ৬৬২১ বিইপি-৩২ নম্বর ইঞ্জিন বেলা ১টা ৩০ মিনিটে বিকল হয়। ঘটনাটি ট্রেনে থাকা এক যাত্রী আক্কেলপুর স্টেশনমাস্টারকে জানান। এরপর স্টেশনমাস্টার পাকশী জোনের রেলওয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন। পরে সান্তাহার থেকে একটি লাইট ইঞ্জিন বিকল হওয়া ট্রেনকে উদ্ধার করে সান্তাহারে টেনে নিয়ে যায়।

নীলসাগর আন্তনগর ট্রেনে থাকা নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘সান্তাহার রেলস্টেশন থেকে ট্রেনটি স্বাভাবিক গতিতেই আক্কেলপুর আসতেছিল। পথে জাফরপুর রেলস্টেশন পার হওয়ার পর ট্রেনের গতি কমতে থাকে। এরপর একটি বাঁকে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেনটি এমন একটি স্থানে আটকে যায়, যেখান থেকে বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমরা সবাই চরম বিপাকে পড়েছিলাম। পরে সান্তাহার থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে আবার সান্তাহার রেলস্টেশনে নিয়ে যায়।’

আক্কেলপুর স্টেশনমাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘সান্তাহার থেকে নীলসাগর আন্তনগর ট্রেন আক্কেলপুর রেলস্টেশনে বেলা ১টা ৫০ মিনিটে পৌঁছার কথা ছিল। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সেটি পৌঁছেনি। এদিকে মাঝপথে ট্রেনে আটকা পড়ায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেল ২৪ ডাউন ট্রেন আক্কেলপুর স্টেশনে আটকা পড়ে। অপর দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা আন্তনগর ট্রেন সান্তাহার রেলস্টেশনে আটকা পড়ে। এ ঘটনায় তিন ট্রেনেরসহ স্টেশনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।’

সান্তাহার রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মৌসুমী আক্তার বলেন, বিকল হওয়া নীলসাগর আন্তনগর ট্রেন উদ্ধার করে সান্তাহার রেলস্টেশনে পৌঁছার পর বেলা ৩টা ৩৫ মিনিটে রূপসা আন্তনগর ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন