হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

তিন বছরের শিশু সন্তানকে বিষপান করান পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যা করেন মা। এরপর একই রশিতে মা মিম খাতুন (২২) আত্মহত্যার চেষ্টার করেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

টের পেয়ে প্রতিবেশীরা মা শিশুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু ইমাম মাহদিকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে কার্বলিক অ্যাসিড ও ফাঁস দেওয়া ঝুলন্ত কাপড় আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। 

আহত মিম খাতুন শেখপাড়া গ্রামের সজিব বিশ্বাসের স্ত্রী।

প্রতিবেশী মুন্নি খাতুন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সজিব হোসেনের ঘরে জানালা দরজা সব বন্ধ অবস্থায় উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজতে থাকে। এমন সময় শেখপাড়া বাজার থেকে সজিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী মিম ও সন্তান মাহদিকে ডাকতে থাকে। কিন্তু তারা কোনো সারা শব্দ দেয় না। পরে ভেতর থেকে সজিবের স্ত্রী মিম বলতে থাকে সব শেষ। তার দরজা খোলার শক্তি নাই। পরে স্থানীয়রা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মা ও সন্তানকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইমাম মাহদিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মিম খাতুন ওই গৃহবধূ তাঁর তিন বছরের সন্তানকে কার্বলিক অ্যাসিড পান করিয়ে ও ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যার পর একই রশিতে মাও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল ও ঝুলন্ত কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল