হোম > সারা দেশ > যশোর

ঘের থেকে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে একটি মাছের ঘের থেকে প্রকাশ মল্লিক (৪৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে নেহালপুর ক্যাম্প পুলিশ উপজেলার কালীবাড়ি বকুলতলাসংলগ্ন ওয়াদুদ শেখের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

মৃত প্রকাশ মল্লিক অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলের গাতী গ্রামের মৃত প্রহলাদ মল্লিকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

পুলিশ ও মৃতের স্বজনদের ধারণা, দুই দিন আগে কেউ প্রকাশ মল্লিককে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে গেছে।

গত বছর মনিরামপুরের হাজিরহাট এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে রফিক নামে ইজিবাইকের চালক খুন হন। সেই ঘটনায় মনিরামপুর থানায় দায়ের করা মামলার আসামি ছিলেন এই প্রকাশ।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ঘেরের মালিক ওয়াদুদ শেখের স্ত্রী মেরিনা বেগম মরদেহ ভাসতে দেখেন। এরপর স্থানীয় লোকজন নেহালপুর ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির ভাই অসিত মল্লিক বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেয়ে নেহালপুরের কালীবাড়ির উদ্দেশে বের হয় আমার ভাই। দুই ঘণ্টা পর রাত নয়টা থেকে তার মোবাইল বন্ধ পাই। ঘটনাটি পুলিশকে না জানিয়ে আমরা নিজেরা তাকে খুঁজতে থাকি। রোববার দুপুরে ভাইয়ের মরদেহের খবর পাই।’

অসিত মল্লিক জানান, ‘আমার ভাইয়ের নামে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা ছিল। তবে সে কখনো জেল খাটেনি। ভাইয়ের সঙ্গে কারও কোন শত্রুতার বিষয়েও আমাদের জানা নেই।’

নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বাইরের এলাকা থেকে কেউ হত্যা করে মরদেহ ঘেরে ফেলে গেছে। মৃত ব্যক্তির ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘেরে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের নামে থানায় একটি মামলা রয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি