হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে গ্যাসের সন্ধান পেল বাপেক্স

জামালপুর প্রতিনিধি 

তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। জামালপুর-১ অনুসন্ধান কূপে ২ হাজার ৬০০ মিটার গভীরে খননের পর গ্যাস পাওয়া যায়।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, অনুসন্ধান কূপে এখন ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্যাসের মজুতের পরিমাণ নির্ধারণ করা হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে সাইসমিক উপাত্তে তারতাপাড়া গ্রামে গ্যাসের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করে বাপেক্স। পরে ২০১৪-১৫ অর্থবছরে সাইসমিক সার্ভে এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ-গ্রিড সাইসমিক সার্ভে পরিচালিত হয়। সেইসব উপাত্ত বিশ্লেষণ করে চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করা হয়। তিন মাস মেয়াদি এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় ১৬৮ কোটি টাকা।

গ্যাসের সন্ধান পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারতাপাড়া গ্রামবাসী। স্থানীয় বাসিন্দা শাহাজাহান মিয়া বলেন, ‘গ্যাস পাওয়ায় আমাদের এলাকায় উন্নয়ন হবে, রাস্তাঘাট ভালো হবে। আমরা চাই প্রথমে এখানকার মানুষই গ্যাসের সুবিধা পাক।’

আরেক বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ‘আমরা গ্যাস প্রকল্পের জন্য জমি দিয়েছি। এখন আশা করছি, এলাকার বেকার সমস্যার সমাধান হবে।’

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার

ফেসবুকে সরব আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ইসলামপুরে বিএনপিতে কোন্দল: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক শোভাযাত্রা