হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে গ্যাসের সন্ধান পেল বাপেক্স

জামালপুর প্রতিনিধি 

তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। জামালপুর-১ অনুসন্ধান কূপে ২ হাজার ৬০০ মিটার গভীরে খননের পর গ্যাস পাওয়া যায়।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, অনুসন্ধান কূপে এখন ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্যাসের মজুতের পরিমাণ নির্ধারণ করা হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে সাইসমিক উপাত্তে তারতাপাড়া গ্রামে গ্যাসের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করে বাপেক্স। পরে ২০১৪-১৫ অর্থবছরে সাইসমিক সার্ভে এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ-গ্রিড সাইসমিক সার্ভে পরিচালিত হয়। সেইসব উপাত্ত বিশ্লেষণ করে চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করা হয়। তিন মাস মেয়াদি এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় ১৬৮ কোটি টাকা।

গ্যাসের সন্ধান পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারতাপাড়া গ্রামবাসী। স্থানীয় বাসিন্দা শাহাজাহান মিয়া বলেন, ‘গ্যাস পাওয়ায় আমাদের এলাকায় উন্নয়ন হবে, রাস্তাঘাট ভালো হবে। আমরা চাই প্রথমে এখানকার মানুষই গ্যাসের সুবিধা পাক।’

আরেক বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ‘আমরা গ্যাস প্রকল্পের জন্য জমি দিয়েছি। এখন আশা করছি, এলাকার বেকার সমস্যার সমাধান হবে।’

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু