হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জ কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে কীটনাশক পানে শাহ জামাল (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত শাহ জামাল মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের হুদা শেখের ছেলে। 

পরিবারের লোকজন জানান, প্রায়ই জামালের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া লেগে থাকত। গতকাল রোববার সন্ধ্যার দিকেও স্ত্রীর সঙ্গে জামালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি। এতে গুরুতর আহত হন জামাল। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মমেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কীটনাশক পানে এক যুবক মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত