হোম > সারা দেশ > জামালপুর

বাকুরচর প্রাথমিক বিদ্যালয়ে ২১০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ২ জন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার অবস্থান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নে। বিদ্যালয়টিতে ২১০ জন শিক্ষার্থীর বিপরীতে খাতা কলমে আছে তিনজন শিক্ষক। যার মধ্যে বর্তমানে একজন পিটিআই প্রশিক্ষণে আছেন। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।

গতকাল শনিবার সকালে সরেজমিনে বাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিস কক্ষে দাপ্তরিক কাজ করছেন। সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ছয় দিনের একটি প্রশিক্ষণে গেছেন। এখন বিদ্যালয়টিতে আছে একজন শিক্ষক। যে কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন।

বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ থাকলেও কাগজে-কলমে তিনজন শিক্ষক রয়েছে। এর মধ্যে নিয়মিত বিদ্যালয়ে আসেন মাত্র দুজন শিক্ষক। দুজন শিক্ষকের মধ্যে একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা পারভীন বলেন, ‘বিদ্যালয়ে পাঁচটি শিক্ষকের পদ আছে। এর মধ্যে কাগজে-কলমে আছেন তিনজন। একজন পিটিআই প্রশিক্ষণে থাকায় বর্তমানে দুজন শিক্ষক দিয়ে চলছে স্কুল। আমাকে অধিকাংশ সময় অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়। তখন মাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চলে। শিক্ষক সংকটে আমাদের নাকাল অবস্থা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সহযোগীতায় স্কুলের ক্লাস চালাতে হচ্ছে।’

শাহিনা পারভীন আরও বলেন, ‘সহকারী শিক্ষক আমিনুল তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে প্রায়ই ভারতে চিকিৎসার জন্য যেতে হয়। সামনে আবার তাকে যেতে হবে। অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০ হলেও ৫ জন শিক্ষক রয়েছে। আমাদের বিদ্যালয়ে ২১০ জন শিক্ষার্থী কিন্তু শিক্ষক মাত্র দুজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে অন্য বিদ্যালয় থেকে শিক্ষক আমাদের দিতে পারেন।’  

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষক সংকটে ওই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে আমি উপজেলা শিক্ষা অফিসে গিয়ে কথা বলেছি। কর্মকর্তারা জানিয়েছেন, এ বিদ্যালয়টির শিক্ষক দূর হতে সময় লাগবে।’  

উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরল আমিন বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। অন্য বিদ্যালয়ের শিক্ষক ওই বিদ্যালয়ে সংযুক্তির জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করা হয়েছে। ইতিমধ্যে সেই আবেদনের অনুমোদন ও হয়েছে। খুব শিগগিরই শিক্ষক সংযুক্তি প্রদান করা হবে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত