জামালপুরের মেলান্দহ উপজেলার কাকলি আক্তার (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া এলাকার থেকে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ।
জানা যায়, নিহত শিক্ষার্থী উপজেলার ভাবকী চরপাড়া এলাকার মইনুল ইসলামের মেয়ে। সে রায়ের বাকাই দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে বলে কাকলি। ফোন কিনে না দেওয়ায় অভিমানে রেখিরপাড়া নানার বাড়িতে চলে যায় কাকলি। গতকাল রোববার নানার বাড়িতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। তবে রাতের কোনো এক সময় ঘরের কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কাকলি।
এ বিষয়ে মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, নিহত স্কুল শিক্ষার্থী তার নানা বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।