হোম > সারা দেশ > জামালপুর

যমুনায় মাছ ধরতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের আজহার আলী ও চায়না আক্তার দম্পতির ছেলে মিনহাজ (৯) এবং মিনাল (৭)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার চায়না আক্তার ছেলে মিনহাজ, মিনালসহ স্বামী আজহার আলীকে সঙ্গে নিয়ে চর শিশুয়া গ্রামে তাঁর বাবা দুদু সরকারের বাড়িতে বেড়াতে যায়। আজ দুপুরে স্থানীয় শিশুদের সঙ্গে নানাবাড়ির পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদীতে মাছ ধরতে যায় মিনহাজ ও মিনাল। সাঁতার না জানায় মাছ ধরার একপর্যায়ে ডুবে নিখোঁজ হয় দুই ভাই। পরে খোঁজাখুঁজির পর নদী থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি বলেন, মা-বাবার সঙ্গে ঈদের পর দিন নানাবাড়িতে বেড়াইতে গিয়েছিল ওই দুই শিশু। মাছ ধরার একপর্যায়ে পানিতে ডুবে তারা মারা গেছে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘দুই ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। মা-বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু দুটি। সাঁতার না জানায় শিশু দুজন যমুনার শাখা নদীতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার