জামালপুরের দেওয়ানগঞ্জে খালে ডুবে মিথিলা আক্তার (১২) ও আসমানী (১২) নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুজন টাকিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়া গ্রাম ডাকাতিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিথিলা নয়া গ্রামের মোজাফফর হোসেন ও আসমানী একই গ্রামের লালু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, গত দুই দিন আগে এই এলাকা ও ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে যায়। সে কারণে বৃহস্পতিবার দুপুরে মিথিলা ও আসমানি ছাগলের খাবার সংগ্রহ করার জন্য খালের ওপারে শুকনো এলাকায় যায়। পরে ছাগলের খাবার সংগ্রহ করে খাল সাতঁরে বাড়ি ফেরার পথে তারা দুজন খালের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।