হোম > সারা দেশ > জামালপুর

স্ত্রী স্বীকৃতির দাবিতে যুবলীগ নেতার বাড়িতে নারীর অনশন

জামালপুর প্রতিনিধি

স্ত্রী স্বীকৃতির দাবিতে জামালপুরের মেলান্দহে যুবলীগের নেতার বাড়িতে উঠেছেন এক নারী। আজ সোমবার উপজেলার হাজড়াবাড়ি পৌরসভার কড়ইচড়া এলাকায় যুবলীগ নেতা মুজিবুল হাসান শামীম হাজারীর বাড়িতে অনশন শুরু করে ওই নারী। 

মুজিবুল হাসান শামীম হাজারী (৩৭) হাজড়াবাড়ি পৌর যুবলীগের সহসভাপতি। ওই নারী (২৫) হাজড়াবাড়ি পৌরসভার বাসিন্দা।

ওই নারী অভিযোগ করে বলেন, ‘প্রায় এক বছর আগে শামীম হাজারীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে আমাকে ঢাকায় নিয়ে গিয়ে মসজিদের ইমামের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর জামালপুর পৌরসভার নতুন হাইস্কুল মোড়ে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন থাকি। মাঝে মধ্যে শামীম হাজারী এসে আমার ভাড়া বাসায় থাকত।’ 

তিনি বলেন, ‘আমার এর আগে বিয়ে হয়েছিল। শামীম হাজারীর কথায় আমি ওই স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি। একপর্যায়ে আমি কাবিন করার জন্য তাকে চাপ দিলে সে আমার সঙ্গে গত এক মাস যাবৎ যোগাযোগ বন্ধ করে দেয়। তাকে না পেয়ে আমি তার বাড়িতে যাই। গিয়ে দেখি তার ঘর তালাবদ্ধ। আমার আসার খবর পেয়ে তারা সবাই পালিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘আমি সোমবার দুপুরের দিকে স্ত্রীর স্বীকৃতি পেতে তাদের বাসায় আসলে তার চাচাতো বোন হ্যাপি ও সেতু আমাকে তিনতলা থেকে টেনে হিঁচড়ে বের করে দেয়। একপর্যায়ে আমাকে মারধরও করে। শামীম হাজারী যদি এখন আমাকে স্ত্রীর মর্যাদা না দেয়, তাহলে আমার আত্মহত্যা হত্যা ছাড়া কোনো পথ থাকবে না।’ 

অভিযোগ অস্বীকার করে শামীম হাজারী বলেন, ‘এই মেয়ের আগে দুইটি বিয়ে হয়েছিল। তার চাচাতো ভাই শেখ রানা আমার দোকান ঘর ভাড়া চেয়েছিল আমি দেয়নি। এ জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে।’ 

হাজরাবাড়ী পৌর যুবলীগের সভাপতি রোহান শাহ রেজা বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। শামীম হাজারী যেহেতু পৌর যুবলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন। যদি তিনি কোন অনৈতিক কাজে জড়িত থাকে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা বলেন, ‘যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোন অপরাধ করে থাকে, তা যদি প্রমাণিত হয় দল অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।’ 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা