হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে স্কুল ছাত্রী হত্যা মামলার ৬ আসামী গ্রেপ্তার

প্রতিনিধি

জামালপুরঃ জামালপুরে মেধাবী স্কুল ছাত্রী ঋতু আক্তার (১৪) হত্যা মামলার প্রধান ২ আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল রাতে জামালপুর পৌরসভার ছোনটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা গত ৩ মাস ধরে পলাতক ছিলেন।

র‍্যাব-১৪ জামালপুরের কমান্ডার এস এম সবুজ রানা জানিয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় দায়ের হওয়া ঋতু হত্যা মামলার ২০ আসামী দীর্ঘ এতদিন যাবত পলাতক ছিলেন। বর্তমানে মামলাটি জামালপুর সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

আটককৃতরা হলেন  নুরুল আলীর ছেলে মো. খোকন (৩৫), দুদু মিয়ার তিন ছেলে মো. রকিব (৪২), মো. জিরো (৪৫) ও মো. আব্দুর রশিদ (৩২), মো. নুরুল আলীর ছেলে মো. রোকন (৩০) ও মৃত দাবুল্যা হাজীর ছেলে মো. জাফর আলী (৫০)। তাদেরকে সিআইডি জামালপুরের কাছে সোপর্দ করা হয়েছে।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব-১৪ , সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র‍্যাবের একটি দল জামালপুর পৌর শহরের ছোনটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময়  হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামীসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর পৌর শহরের ছোনটিয়া এলাকায় মেধাবী স্কুলছাত্রী ঋতু আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের পর মামলাটি সিআইডিতে পাঠানো হয়। এর পর থেকেই হত্যা মামলার ২০ জন আসামী আত্মগোপনে ছিলেন। তাদের মধ্যে প্রধান দুই আসামীসহ ছয় জনকে আটক করা হলো। মামলার বাকী আসামীরা এখনও পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে র‍্যাবের কমান্ডার জানান।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত