জামালপুরঃ জামালপুরে মেধাবী স্কুল ছাত্রী ঋতু আক্তার (১৪) হত্যা মামলার প্রধান ২ আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল রাতে জামালপুর পৌরসভার ছোনটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা গত ৩ মাস ধরে পলাতক ছিলেন।
র্যাব-১৪ জামালপুরের কমান্ডার এস এম সবুজ রানা জানিয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় দায়ের হওয়া ঋতু হত্যা মামলার ২০ আসামী দীর্ঘ এতদিন যাবত পলাতক ছিলেন। বর্তমানে মামলাটি জামালপুর সিআইডিতে তদন্তাধীন রয়েছে।
আটককৃতরা হলেন নুরুল আলীর ছেলে মো. খোকন (৩৫), দুদু মিয়ার তিন ছেলে মো. রকিব (৪২), মো. জিরো (৪৫) ও মো. আব্দুর রশিদ (৩২), মো. নুরুল আলীর ছেলে মো. রোকন (৩০) ও মৃত দাবুল্যা হাজীর ছেলে মো. জাফর আলী (৫০)। তাদেরকে সিআইডি জামালপুরের কাছে সোপর্দ করা হয়েছে।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪ , সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি দল জামালপুর পৌর শহরের ছোনটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামীসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর পৌর শহরের ছোনটিয়া এলাকায় মেধাবী স্কুলছাত্রী ঋতু আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের পর মামলাটি সিআইডিতে পাঠানো হয়। এর পর থেকেই হত্যা মামলার ২০ জন আসামী আত্মগোপনে ছিলেন। তাদের মধ্যে প্রধান দুই আসামীসহ ছয় জনকে আটক করা হলো। মামলার বাকী আসামীরা এখনও পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে র্যাবের কমান্ডার জানান।