হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৪০), শামছুল ইসলাম (৪৫) ও সুজা মিয়া (৩২)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান। তা ছাড়া গুরুতর আহত অটোরিকশাচালক সুজা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত সবজি ব্যবসায়ী শামছুল ইসলাম সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সোবহানের ছেলে আর আনোয়ার হোসেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হরিপুর উত্তরপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে। তাঁরা দুজনই সবজি ব্যবসায়ী। ভ্যানচালক সুজা মিয়া জামালপুর পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার মুনু মিয়ার ছেলে।

এ সময় পিকআপ ভ্যানে ধাক্কা খাওয়া সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন জালাল উদ্দিন, মো. ওজি, মৌসুমী, সুজা মণ্ডল, শরিফা ও শহিদুল ইসলাম। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শামছুল ইসলাম ও আনোয়ার হোসেন আজ ভোরে শেরপুর ফেরিঘাটে সবজি কেনার জন্য পিকআপ ভ্যান নিয়ে জামালপুরের দিকে আসছিলেন। অপরদিকে জামালপুর থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাওয়ার পথে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দুজন সবজি ব্যবসায়ী মারা যান।

এ সময় পিকআপ ভ্যানের চালক ও ভ্যানের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীসহ ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পিকআপ ভ্যানের চালক সুজা মিয়া মারা যান। 

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির আজকের পত্রিকাকে বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুজনের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ