হোম > সারা দেশ > জামালপুর

মেয়াদ শেষের এক দিন আগে বশেমুবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ালেন শিক্ষকেরা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিস আহমেদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করে জনবল নিয়োগ দেওয়ার অভিযোগে তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। 

আজ বুধবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ সময় ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা ১০ দফা দাবি ও উপাচার্যের অনিয়ম–দুর্নীতি, স্বজনপ্রীতি করে নিয়োগের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সংবাদ সম্মেলনসহ নানান কর্মসূচি পালন করে আসছেন। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘২ নভেম্বর থেকে শিক্ষকেরা ১০ দফা দাবি নিয়ে কর্মবিরতিতে রয়েছেন। আমরা এই উপাচার্যের অপসারণ চাই। রাষ্ট্রপতির কাছে আমরা এই দুর্নীতিবাজ উপাচার্যকে অপসারণ করে, বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য আবেদন জানাচ্ছি। গতকাল সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল কিন্তু সেই সিন্ডিকেট সভা হয়নি। উপাচার্য চলে গেছেন। আজও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আসেননি।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ নভেম্বর জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুবিপ্রবি) চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান সৈয়দ সামসুদ্দিস আহমেদ। আগামীকাল বৃহস্পতিবার তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। সে হিসাবে তাঁর মেয়াদ শেষ হতে মাত্র এক দিন বাকি।

 

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু