হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে বিয়ের ৩ দিন আগে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. সোহেল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের নইলারঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আগামী শুক্রবার তাঁর বিয়ের কথা ছিল।

সোহেল মিয়া মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকার মো. শওকত আলীর ছেলে। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন।

সোহেলের চাচাতো ভাই সুজন মিয়া বলেন, বন্যার পানিতে এলাকা থেকে সোহেল ও তার কয়েকজন বন্ধু মিলে অটোরিকশা ভাড়া করে নইলাঘাটে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে বন্যার পানিতে তলিয়ে যান তিনি। বেশ কিছুদিন ধরে বিয়ের কথা চলছিল। শেষ পর্যায়ে বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার তারিখ করা হয়েছিল। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল।

সোহেলের বাবা শওকত মিয়া বলেন, ‘ছেলের শুক্রবারে বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়েছিল। সে ঢাকায় থাকত। ঈদে বাড়িতে এসেছে। আর ঢাকায় যায় নাই। গোসল করতে যেতে কয়েকবার না করা হয়েছিল। কথা না শুনেই গিয়েছিল। এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছি না।’

মেলান্দহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান হোসেন বলেন, ‘বন্যার পানিতে গোসল করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা। শুনেছি তার বিয়ে ঠিক হয়েছিল। সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

মেলান্দহ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে আমরা জামালপুরের ডুবুরি দল গিয়ে লাশ উদ্ধার করি। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হবে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার

ফেসবুকে সরব আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ইসলামপুরে বিএনপিতে কোন্দল: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক শোভাযাত্রা