হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে মোবাইল চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে দলবদ্ধ পিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তাঁকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। জামালপুর সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ওই যুবকসহ তিনজন সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মোবাইল ফোন চুরি করতে ঢোকে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। তাদের মধ্যে দুজন পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলে। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। একপর্যায়ে তিনি মারা যান।

জামালপুর সদর উপজেলার বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা শাহাজাদা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, এলাকাবাসী চোর সন্দেহে তিনজনকে ধাওয়া করে একজনকে ধরে ফেলে। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করলে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। তাঁর হাঁটুর নিচে এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ব্যক্তির এখনো কোনো পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পেলে তাঁর স্বজনদের অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত