হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে বিএনপির ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘোষেরপাড়া, ফুলকোচা ও শ্যামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা ছিল। তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা বিএনপি নেতা-কর্মী কি না—এই বিষয়ে জানা নেই।’

গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল। আজ দুপুরে তাঁদের আদালতে তোলা হয়। এ সময় আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। 

কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল জানান, পুলিশের দায়ের করা গায়েবি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের জামিনের জন্য আদালতে আবেদন করলে জামিন মঞ্জুর না করে জেলে পাঠিয়েছেন। বিএনপির দলীয় বড় কোনো কর্মসূচি এলেই পুলিশ গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার শুরু করে। তাঁদের জামিনের জন্য উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত