হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে স্কুলছাত্রীর আত্মহত্যা: সেই তামিমের সহযোগী গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রীর আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার হওয়া তামিম আহমেদ স্বপনকে সহযোগিতা করার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার চরবসন্ত এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা মেলান্দহ থানায় উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, জিজ্ঞাসাবাদে আয়েশা বেগম জানিয়েছেন যে তামিম আহমেদ স্বপন নিহত ওই স্কুলছাত্রীকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল। আয়েশা বেগমকে সকালে চরবসন্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, আয়েশা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত (১০ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলায় চিরকুট লিখে এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। আত্মহত্যার আগে দুটি চিরকুটে ওই শিক্ষার্থী লেখে, ‘মা, আমারে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা (তামিম আহমেদ স্বপন) আজকের দিনে এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ শপন খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলতাছি, ভালো থেকো। বাবা-মা ভালো থেকো। গুড বাই, সোনা বাবা-মা।’ 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত