হোম > সারা দেশ > জামালপুর

যমুনা নদীর বাম তীরে ধস, হুমকির মুখে মহাসড়ক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে মহাসড়কসহ বসতভিটা হুমকির মুখে পড়েছে। খুব শিগগির জিও ব্যাগ ফেলা না হলে স্থানীয়দের আতঙ্ক কাটবে না বলে জানিয়েছেন পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। 

স্থানীয়রা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকায় নদীর তীররক্ষা বাঁধের প্রায় ২০ মিটারে ধস দেখা দিয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বানভাসিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাঁধে ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ বাঁধ ভেঙে গেলে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। সম্প্রতি পিংনা উত্তরপাড়া এলাকার ছকমানের (ছক্কার) বাড়ি সংলগ্ন যমুনার বামতীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়। 

এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এ বাঁধ ভেঙে গেলে আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না। শত শত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে। এ নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। এ ছাড়া বাঁধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে।’ 

পিংনা ইউপি চেয়ারম্যান বলেন, বন্যার পানি কমলেও নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা উচিত। তা না হলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছে। নদীর বাম তীররক্ষা বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত