হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে অপবাদ সইতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদ সইতে না পেরে নাহিদ হাসান শান্ত (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নাহিদ হাসান শান্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিজেদের গাছ থেকে ডাব পেড়ে খায়। এর কয়েক দিন পর পাশের বাড়ির হাবলু মিয়ার বাড়ি থেকে সেচ পাম্প চুরি হয়। তখন প্রতিবেশী হাবলু মিয়া ও তার স্ত্রী রুনা বেগম শান্তকে ডাব চোর বলে অপবাদ দেয় এবং গালমন্দ করে। পরের দিন শনিবার এ বিষয় নিয়ে একই গ্রামের টুক্কু মিয়া ক্ষিপ্ত হয়ে শান্তর পরিবারকে হুমকি দেয়। এমন অপমান আর চুরির অপবাদ সইতে না পেরে গতকাল সোমবার বিকেলে নিজ বসতঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করে নাহিদ। 

নিহত শান্তর মা নাজমা বেগম অভিযোগ করে বলেন, বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেদের গাছের ডাব পেড়ে খেয়েছে। এতে তো সে কোনো অন্যায় করেনি। কিন্তু হাবলুর বাড়িতে মোটর চুরি হয়েছে। শান্তকে তারা সন্দেহ করে বকাবকি করেছে। এ নিয়ে তার বাবাকেও অপমান করা হয়েছে। এই অপমান সইতে না পেরে তার শান্ত আত্মহত্যা করে।

অভিযোগ অস্বীকার করে হাবলু মিয়ার স্ত্রী রুনা বেগম বলেন, ‘শান্তর পরিবারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ডাবগাছটি শান্তদেরই, ডাব চুরির সঙ্গে সে জড়িত ছিল না। তবে ওর বন্ধুরা রাতের বেলায় গাছে ওঠায় দুর্ঘটনা হতে পারত বলে প্রতিবেশী হিসেবে কিছু কথা বলেছিলাম।’ 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক সাংবাদিকদের জানান, সোমবার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু