হোম > সারা দেশ > জামালপুর

সুস্থ হয়েছেন মুরাদ হাসান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসান সুস্থ হয়ে উঠেছেন। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল।

জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে গত ৫ মে রাতে নেতা কর্মীদের নিয়ে আলাপ-আলোচনা করছিলেন সংসদ সদস্য ও চিকিৎসক মুরাদ হাসান। এ সময় বৈঠকখানার একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পড়লে কপাল ফেটে যায় মুরাদ হাসানের। এতে তিনি গুরুতর আহত হন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিকেল টিম তাঁর চিকিৎসা সেবা শুরু করে। এতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। 

গত বছর ঢাকাই চলচ্চিত্রের এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের মোবাইল ফোনের কথোপকথন ফাঁস হলে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় মুরাদ হাসানকে। এরপর অনেকটা লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। সম্প্রতি তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মারা গেলে তাঁর জানাজায় অংশ নিলে জনসম্মুখে দেখা যায় মুরাদকে। তারপর থেকে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতেই থাকছেন তিনি। 

সরিষাবাড়ীর নিজ বাড়ির বৈঠকখানায় গত ৫ মে রাতে নেতা কর্মীদের নিয়ে আলাপ-আলোচনা করছিলেন মুরাদ হাসান। হঠাৎ বৈঠকখানার একটি সিলিং ফ্যান নিচে খুলে পড়লে ফ্যানের পাখার আঘাতে তাঁর কপাল ফেটে যায়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তাসহ একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে তাঁর চিকিৎসা শুরু করেন। এতে ধীরে ধীরে সেরে ওঠেন তিনি। 

এ ব্যাপারে মুরাদ হাসানের প্রতিনিধি ও পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, ‘বৈঠকখানার সিলিং ফ্যানের পাখার আঘাতে তাঁর কপাল ফেটে যায়। চিকিৎসা নিয়ে তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন।’ 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত