হোম > সারা দেশ > জামালপুর

গ্রাম পুলিশকে পেটানো সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর ঘটনায় সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় গ্রাম পুলিশ বিমল চন্দ্র বাদী হয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহানুর রহমান শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে যুবলীগ নেতার ছোট ভাই শাকিলকে আসামি করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে দুই গ্রাম পুলিশকে মারধর করেন। এতে মাহমুদপুরের চিমুর ছেলে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট (৩০) ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০) আহত হন। পরে তাঁরা জামালপুর সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

এ বিষয়ে কথা হয় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খোকনের সঙ্গে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উপজেলা থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা পেলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত