হোম > সারা দেশ > জামালপুর

পাঁচ যুবককে হেনস্তা করা সেই এএসপিকে সংবর্ধনা দিয়ে বিদায়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

বদলি হওয়া জামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাসকে অবশেষে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচ যুবককে হেনস্তা করার অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর সার্কেলের এএসপির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এএসপি অভিজিত দাস। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে ইসলামপুর থানা চত্বরে এএসপি অভিজিত দাসকে বদলিজনিত সংবর্ধনাও দেয় থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসলামপুর সার্কেলে এএসপি পদে যোগ দেন অভিজিত দাস। অভিযোগ রয়েছে, থানা ও পুলিশ তদন্তকেন্দ্রের তদারকির দায়িত্বে থাকা এএসপি অভিজিত দাস সেহরিতে মাইকিং করার দায়ে পাঁচ যুবককে হেনস্তা করেন।

জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ইসলামপুর সার্কেল থেকে অভিজিত স্যার বদলি হয়েছেন। তিনি কক্সবাজারের চকরিয়া সার্কেলে যোগদান করবেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ মার্চ সেহরি খেতে লোকজনকে ঘুম থেকে জাগাতে মাইকিং করার দায়ে এএসপি অভিজিত দাসের হেনস্তা হওয়ার অভিযোগ তুলেছিলেন ভুক্তভোগী পাঁচ যুবক।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত