হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে নিখোঁজের ৬ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের ছয় দিন পর রাসেল মিয়া (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলা কড়ইচুড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া তোতা ফকিরের পুকুর পাড় থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর মেলান্দহ উপজেলার মাঝ বর নাংলা এলাকার দুলাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কড়ইচুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘নামাজ শেষ করে জানতে পারলাম যে পুকুরে একটা লাশ পাওয়া গেছে। পরে ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।’

পুলিশ ও স্বজনেরা জানান, নিহত রাসেল মিয়া অটোরিকশাচালক (ইজিবাইক) ছিল। ৪ মার্চ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ৬ মার্চ রাসেল মিয়ার বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে মডেল থানা-পুলিশ ওই কিশোর অটোচালকের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। স্বজনেরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত