হোম > সারা দেশ > জামালপুর

জিয়াউর রহমানের আমলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ছিল না: মির্জা আজম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম (এমপি) বলেছেন, ‘জিয়াউর রহমানের আমলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ছিল না। সে সময় মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতেন না। জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করে স্বাধীনতার পরাজিত শক্তিকে ক্ষমতায় পুনর্বাসন করেছে।’ 

আজ রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া প্রস্তাবিত কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

কর্মী সমাবেশে মির্জা আজম আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দুর্নীতির বরপূত্র। ওয়ান ইলেভেনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হওয়ার পর চিকিৎসার কথা বলে বিদেশে পালিয়ে গেছে। আজ পর্যন্ত আর দেশে ফিরে আসেনি।’ 

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি আতিকুর রহমান ছানা প্রমুখ। 

প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মী সমাবেশে বক্তারা দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ফারিন হোসেনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য পৌরবাসী ভোটারদের আহ্বান জানান। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার