হোম > সারা দেশ > জামালপুর

ট্রেনের নিচে পড়ে চার সন্তানের মায়ের আত্মহত্যা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাশেদা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।  আজ সোমবার দুপুরে ইসলামপুর-দুরমুঠ রেল স্টেশনের মাঝামাঝি উপজেলার দক্ষিণ দরিয়াবাদ ভূরুগী বিল এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। 

রাশেদা বেগম পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা গ্রামের আব্বাস আলীর মেয়ে। তাঁর চারজন সন্তান রয়েছে।

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দক্ষিণ দরিয়াবাদ ভূরুগী বিল নামক স্থানে জেলার দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন রাশেদা বেগম। মুহূর্তে মধ্যেই তাঁর শরীর ছিন্ন–বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ জানান, ‘রাশেদা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ২৫ বছর আগে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের বাবলু মিয়ার সাথে বিয়ে হয়েছিল। তাদের সংসারে ৪ ছেলে রয়েছে।’

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলজার হোসেন বলেন, ‘ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে রাশেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।’

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু